100) Sūrat Al-`Ādiyāt

Printed format

100) سُورَة الْعَادِيَات

Wa Al-`Ādiyāti Đabĥāan َ100-001 শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের, وَالْعَادِيَاتِ ضَبْحا ً
Fālmūriyāti Qadĥāan َ100-002 অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের فَالْمُورِيَاتِ قَدْحا ً
Fālmughīrāti Şubĥāan َ100-003 অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের فَالْمُغِيرَاتِ صُبْحا ً
Fa'atharna Bihi Naqan َ100-004 ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে فَأَثَرْنَ بِه ِِ نَقْعا ً
Fawasaţna Bihi Jaman َ100-005 অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে- فَوَسَطْنَ بِه ِِ جَمْعا ً
'Inna Al-'Insāna Lirabbihi Lakanūdun َ100-006 নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ। إِنَّ الإِنسَانَ لِرَبِّه ِِ لَكَنُود ٌ
Wa 'Innahu `Alá Dhālika Lashahīdun َ100-007 এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত وَإِنَّه ُُ عَلَى ذَلِكَ لَشَهِيد ٌ
Wa 'Innahu Liĥubbi Al-Khayri Lashadīdun َ100-008 এবং সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত। وَإِنَّه ُُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيد ٌ
'Afalā Ya`lamu 'Idhā Bu`thira Mā Fī Al-Qubūri َ100-009 সে কি জানে না, যখন কবরে যা আছে, তা উত্থিত হবে أَفَلاَ يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ
Wa Ĥuşşila Mā Fī Aş-Şudūri َ100-010 এবং অন্তরে যা আছে, তা অর্জন করা হবে? وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ
'Inna Rabbahum Bihim Yawma'idhin Lakhabīrun َ100-011 সেদিন তাদের কি হবে, সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত। إِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَئِذ ٍ لَخَبِير ٌ
Next Sūrah