Wa At-Tīni Wa Az-Zaytūni  | َ095-001 শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের, | وَالتِّينِ وَالزَّيْتُونِ |
Wa Ţūri Sīnīna  | َ095-002 এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের, | وَطُورِ سِينِينَ |
Wa Hadhā Al-Baladi Al-'Amīni  | َ095-003 এবং এই নিরাপদ নগরীর। | وَهَذَا الْبَلَدِ الأَمِينِ |
Laqad Khalaqnā Al-'Insāna Fī 'Aĥsani Taqwīmin  | َ095-004 আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে। | لَقَدْ خَلَقْنَا الإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيم ٍ |
Thumma Radadnāhu 'Asfala Sāfilīna  | َ095-005 অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে। | ثُمَّ رَدَدْنَاهُ~ُ أَسْفَلَ سَافِلِينَ |
'Illā Al-Ladhīna 'Āmanū Wa `Amilū Aş-Şāliĥāti Falahum 'Ajrun Ghayru Mamnūnin  | َ095-006 কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার। | إِلاَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُون ٍ |
Famā Yukadhdhibuka Ba`du Bid-Dīni  | َ095-007 অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে? | فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ |
'Alaysa Al-Lahu Bi'aĥkami Al-Ĥākimīna  | َ095-008 আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন? | أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ |